জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ আবার বিয়ে করেছেন। তিনি এই সুসংবাদটি নিশ্চিত করেছেন। তাঁর স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা।
জাতীয় পুরষ্কারপ্রাপ্ত মিউজিকাল সুপারস্টার মঙ্গলবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন, তিনি লিখেছেন, ‘প্রিয় অনুরাগীরা, আমি আমার জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি সম্প্রতি বিয়ে করেছি। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন যে কোভিড -১৯ মহামারীর কারণে পুরো বিশ্ব এখন খুব খারাপ সময় কাটাচ্ছে। তাই আমরা বিয়ের অনুষ্ঠানটি খুব সীমাবদ্ধভাবে উদযাপন করি। আল্লাহ্ সকলের মঙ্গল করুক।’
হাবিবের ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। মডেল হিসাবে কাজ করেন হাবিবের স্ত্রী শিফা। তিনি ইডেন মহিলা কলেজের ছাত্রী।
এটি হার্টথ্রব গায়ক হাবিব ওয়াহিদের তৃতীয় বিবাহ।
পপ তারকা ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব। তাঁর প্রথম স্ত্রী ছিলেন লুবাইনা। ২০০৩ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু হাবিব আবারো ২০১১ সালে চাট্টোগ্রামের এক মেয়ে রেহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।