আসন্ন দুর্গাপূজাতে ঢাকার কোনও মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে না কুমারী পূজা। করোনভাইরাস পরিস্থিতিতে দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে প্রতিমা বিসর্জনের দিন শোভাযাত্রা এড়ানো হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত শনিবার (১৮ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, কুমারী পূজা সাধারণত অষ্টমীর দিন অনুষ্ঠিত হয়। তবে এবার কুমারী পূজা অনুষ্ঠিত হবে না করোনভাইরাস কারনে।
তিনি আরও জানান, পুজোর সময় সারাদেশে মণ্ডপগুলি প্রতিদিন রাত ৯ টা অবধি বন্ধ থাকবে।
অন্যদিকে, পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেছিলেন যে, সারাদেশে পূজা উদযাপন সম্পর্কিত নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
এই বছরের দুর্গাপূজাতে মন্ডপের সংখ্যা ৩০,২১৩ যা গত বছরের তুলনায় ১,১৬৫ কম।