সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার প্রতারনা চালাচ্ছে কিছু চক্র। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়,মহামারী করোনা ভাইরাসের কারনে সৌদি সরকার ওমরাহ পালনের ব্যাপারে কোনো চিঠি এখনো প্রেরন করেনি। তা সত্ত্বেও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভূয়া এজেন্সি নির্দিষ্ট দিন উল্লেখ করে পবিত্র ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছে। এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের ।
ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিধি মতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় জানায়।
মন্ত্রনালয় থেকে বলা হয় সুনির্দিষ্ট ঘোষণার পূর্বে কারও সাথে এ সংক্রান্ত লেনদেন থেকে যাতে সবাই বিরত থাকে।