1. ratowar1992@gmail.com : Dhaka Helpline : Dhaka Helpline
  2. dhakahelpline52@live.com : Dhaka Helpline : Dhaka Helpline
সোমবার, ১৭ মে ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন

তামিম, লিটন, তাইজুল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে উপরে উঠেছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

বুধবার ঘোষণা করা আইসিসির সর্বশেষ টেস্ট খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে তামিম ৩৭ থেকে ৩২, লিটন দাস ৬৫ থেকে ৫৪ তম অবস্থানে উঠে এসেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তামিম ৪৪ ও ৫০ রান করেছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৭ রানে হেরে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হেরে যায়। লিটন দাস সেই ম্যাচে ৭১ ও ২২ রান করে।

বাঁহাতি স্পিনার তাজুল ইসলামও পাঁচ ধাপ এগিয়ে ২২ তম অবস্থানে চলে এসেছেন। তিনি সেই ম্যাচে ৮টি উইকেট নিয়েছিলেন।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2021, Dhaka Helpline. All rights reserved.
Dhaka Helpline developed by 5dollargraphics